ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লন্ডন যেতে চেয়েছিলেন অভিনেত্রী নিপুণ, আটকে দিল পুলিশ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:২৬, ১০ জানুয়ারি ২০২৫
লন্ডন যেতে চেয়েছিলেন অভিনেত্রী নিপুণ, আটকে দিল পুলিশ

বিমানবন্দরে অভিনেত্রী নিপুণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তার লন্ডনে যাওয়ার কথা ছিল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূরই বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে অভিনেত্রী নিপুণের যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল। ইমিগ্রেশনের সময় তাকে আটকে দেয় পুলিশ। এ সময় পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। ছেড়ে দিলে তিনি নিয়মিত একটি ফ্লাইটে ঢাকায় ফেরত যান।’’

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগের শাসনামালে দলটির বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় ছিলেন চিত্রনায়িকা নিপুণ। বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানের নিয়মিত মুখ ছিলেন এই অভিনেত্রী। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিভিন্নভাবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ উঠে তার বিরুদ্ধে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তারপরই আড়ালে চলে যান নিপুণ।

ঢাকা/নূর/রাজীব/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়