আহত রাশমিকা, শুটিং বন্ধ
রাশমিকা মান্দানা
‘পুষ্পা’ তারকা রাশমিকা মান্দানার পরবর্তী সিনেমা ‘সিকান্দার’। এতে তার বিপরীতে অভিনয় করছেন সালমান খান। শুক্রবার (১০ জানুয়ারি) সিনেমাটির শেষ লটের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল রাশমিকার। কিন্তু জিমে গিয়ে আঘাত পাওয়ায় শুটিংয়ে অংশ নিতে পারেননি এই অভিনেত্রী।
রাশমিকার ঘনিষ্ঠ একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, “সম্প্রতি জিমে গিয়ে আঘাত পেয়েছেন রাশমিকা মান্দানা। বিশ্রামে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যার কারণে তার পরবর্তী প্রজেক্টের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাশমিকা এরই মধ্যে বেশ ভালো বোধ করছেন। খুব শিগগির শুটিংয়ে ফিরবেন তিনি।”
পুনরায় শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ার আগে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই অনুযায়ী রাশমিকা বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।
পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করছেন ‘সিকান্দার’ সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। আর তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমাটির একটি আইটেম গান রাখা হয়েছে; তাতে পারফর্ম করতে দেখা যাবে সালমান-রাশমিকাকে।
‘সিকান্দার’ সিনেমা প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সালমান-রাশমিকার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত ১২ সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগ দেন কাজল। সিনেমাটির শেষ লটের শুটিং মুম্বাইয়ে হবে। ২০২৫ সালের ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ঢাকা/শান্ত