বিয়ে করেছেন গায়িকা পড়শী!
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পড়শী
বিয়ে করেছেন ‘ক্ষুদে গানরাজ’খ্যাত সংগীতশিল্পী সাবরিনা পড়শী। তার বর নিলয় যুক্তরাষ্ট্রপ্রবাসী। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, পড়শী ও নিলয় প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা প্রতিযোগী ছিলেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে; এ যাত্রায় কয়েক মাস দেশে ছিলেন। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে বিয়ের খবরটি আপাতত দুই পরিবারের কেউই প্রকাশ্যে আনতে চান না।
পড়শীর বর নিলয়
পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠজনের বরাতে জানা যায়, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ে নিয়ে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায় না পড়শীর পরিবার।
এদিকে, পড়শীর মা গণমাধ্যমে জানান, বিয়ের বিষয় কিছুই জানাতে চাচ্ছি না। তা ছাড়া পড়শী-নিলয় কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। গত বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পাবেন দর্শকরা।
ঢাকা/রাহাত/শান্ত