সালমানের সঙ্গে জুটি বাঁধবেন যীশুর কন্যা, নীরবতা ভাঙলেন সারা
সালমান খান, সারা, যীশু সেনগুপ্ত
ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্ত। ব্যক্তিগত জীবনে নীলাঞ্জনার সঙ্গে ঘর বেঁধেছেন। এ সংসারে সারা-জারা সেনগুপ্ত নামে দুটো কন্যাসন্তান রয়েছে। এরই মধ্যে সারা সেনগুপ্ত মডেলিং শুরু করেছেন। শুধু তাই নয়, সৃজিত মুখার্জি নির্মিত ‘উমা’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন এই তারকা সন্তান।
গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন সারা সেনগুপ্ত। তা-ও বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমান খানের সঙ্গে জুটি বেঁধে তার এই যাত্রা শুরু হবে। ভারতীয় একাধিক গণমাধ্যম এ নিয়ে খবরও প্রকাশ করেছে। গত কয়েক দিন খবরটি নিয়ে আলোচনা চললেও নীরব ছিলেন সারা ও যীশু সেনগুপ্ত। এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন সারা।
সারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে বিস্তারিত জানিয়ে এ অভিনেত্রী লেখেন, “কয়েকটি বিষয় পরিষ্কার করতে এলাম। আমার বলিউডে অভিষেক নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন দেখলাম। আমি ভবিষ্যতে অভিনয়ই করতে চাই, তবে আপাতত মডেলিংটাই মূল লক্ষ্য। আমি জানি না, এই গুঞ্জনের সূত্রপাত কীভাবে হলো। তবে আমার মনে হলো বিষয়টি পরিষ্কার করা উচিত।”
গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার সংসার। তবে এখনো এ ব্যাপারে পরিষ্কার কোনো ঘোষণা পাওয়া যায়নি। জানা গেছে, যীশু তার বোনের সঙ্গে বসবাস করছেন। আর নীলাঞ্জনা দুই মেয়েকে নিয়ে মুম্বাইয়ে আলাদা থাকছেন।
ঢাকা/শান্ত