ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

নগ্ন দৃশ্যে অভিনয়, সিনেমা থেকে বাদ পড়ার কারণ বললেন পরিচালক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৩২, ১৩ জানুয়ারি ২০২৫
নগ্ন দৃশ্যে অভিনয়, সিনেমা থেকে বাদ পড়ার কারণ বললেন পরিচালক

অনুরাগ বসু, তৃপ্তি দিমরি

বলিউডের হিট ফ্র্যাঞ্চাইজি ‘আশিকি’। অনুরাগ বসু নির্মাণ করতে যাচ্ছেন সিনেমাটির তৃতীয় কিস্তি। এর প্রধান চরিত্র অর্থাৎ রাহুল রায় চরিত্রের জন্য কার্তিক আরিয়ানকে আগেই চূড়ান্ত করা হয়। এরপর জানা যায়, তার বিপরীতে অভিনয় করবেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি।

‘আশিকি থ্রি’ সিনেমার জন্য লুক টেস্ট দেন তৃপ্তি দিমরি। মহরতের শুটও করেন। এরপর পরিচালক অনুরাগ বসু নিশ্চিত করেন সিনেমাটিতে অভিনয় করছেন না তৃপ্তি। শুরু হয় নানা গুঞ্জন। শোনা যায়, ‘অ্যানিমেল’ সিনেমায় লগ্ন দৃশ্যে অভিনয় করার কারণে বাদ হওয়া হয়েছে তৃপ্তিকে। কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়, ‘আশিকি থ্রি’ সিনেমার চরিত্রটির জন্য ‘নিষ্পাপ’ কাউকে প্রয়োজন।

বেশ কিছু দিন ধরে এ নিয়ে নানা ধরনের চর্চা চলছে। তবে নীরব তৃপ্তি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন পরিচালক অনুরাগ বসু। মিড-ডে ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তিকে বাদ দেওয়ার যেসব কারণ নিয়ে চর্চা চলছে তা উড়িয়ে দিয়েছেন এই পরিচালক। অনুরাগ বসু বলেন, “এসব সত্যি নয়। আর তৃপ্তিও কারণটা খুব ভালো করে জানে।”

আরো পড়ুন:

তবে ঠিক কী কারণে ‘আশিকি থ্রি’ সিনেমা থেকে বাদ পড়েছেন তৃপ্তি, তার কোনো সঠিক ব্যাখ্যা দেননি এই নির্মাতা।

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’। ২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পায় সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। তার বিপরীতে দেখা যায় তৃপ্তি দিমরিকে।

সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়। বিষয়টি নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন তৃপ্তি। এ ঘটনার প্রায় এক বছর পর তৃপ্তি জানান, দর্শক প্রতিক্রিয়া দেখে ভীষণভাবে ভেঙে পড়েছিলে তিনি।

রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, “অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর ২-৩ দিন কেঁদেছিলাম। মানুষ এমন সমালোচনা করবে তা আমি প্রত্যাশা করিনি। মানুষ যে ধরনের মন্তব্য লিখেছিলেন, তা দেখে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট