সাইফের ওপরে হামলা, উদ্বিগ্ন তারকারা
ছবির কোলাজ
গতকাল রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। এ খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় তারকারা।
ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী তার মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “বাড়িতে ঢুকে সাইফ আলী খানের ওপরে হামলার খবরে গভীরভাবে মর্মাহত। তার দ্রুত সুস্থতা কামনা করছি।”
এ ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রী-নির্মাতা পূজা ভাট। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এই অরাজকতা কি বন্ধ করা যায় মুম্বাই পুলিশ। বান্দ্রাতে আরো বেশি পুলিশের উপস্থিতি প্রয়োজন। এই শহর, বিশেষ করে শহরতলীর রানী কখনো এতটা অনিরাপদ ছিল না।”
মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া পোস্টে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন ‘ট্রিপল আর’খ্যাত অভিনেতা জুনিয়র এনটিআর। তিনি লেখেন, “সাইফ স্যারের ওপর হামলার খবর শুনে হতবাক এবং ব্যথিত। তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
অভিনেতা-নির্মাতা কুনাল কোহলি লেখেন, “এই ঘটনায় বিস্মিত এবং ভীত। সাইফের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা।”
গতকাল বুধবার মধ্যরাতে সাইফের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়; সেখানেই তার চিকিৎসা চলছে।
ঢাকা/শান্ত