ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

অস্ত্রোপচারের পর কেমন আছেন সাইফ আলী খান?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৩২, ১৬ জানুয়ারি ২০২৫
অস্ত্রোপচারের পর কেমন আছেন সাইফ আলী খান?

সাইফ আলী খান

ছুরিকাঘাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সফলভাবে তার অস্ত্রোপচার হয়। এখন বিপদমুক্ত বলে জানিয়েছে ‘রেস’ তারকার টিম।

অস্ত্রোপচারের পর সাইফ আলী খানের টিম একটি বিবৃতি দিয়েছে। তাতে সাইফ আলী খানের শারীরিক অবস্থা বর্ণনা করে বলা হয়েছে, “সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন তিনি বিপদমুক্ত। তিনি সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।”

সাইফ আলী খানের পরিবারের অন্য সদস্যদের তথ্য জানিয়ে এ বিবৃতিতে বলা হয়েছে, “সাইফ আলী খানের পরিবারের সবাই নিরাপদে আছেন। এ ঘটনার তদন্ত করছে পুলিশ। ডা. নীরাজ উত্তমণি, ডা. নিতিন, ডা. লীনা জৈন এবং লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ। তা ছাড়া সাইফ আলী খানের ভক্ত-অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ, যারা তাদের প্রিয় অভিনেতাকে নিয়ে চিন্তিত ও প্রার্থনা করছেন।”

আরো পড়ুন:

লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী ডা. নীরাজ উত্তমণি বলেন, “সাইফ আলী খানের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। পর্যবেক্ষণের জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে তাকে ওয়ার্ডে হস্তান্তর করা হবে। তার শরীরের আঘাতগুলো গভীর। তবে আমাদের টিম পরিস্থিতি সামলে নিয়েছে।” 

অস্ত্রোপচারের আগে ডা. নীরাজ উত্তমণি বলেন, “গতকাল রাত সাড়ে ৩টার দিকে সাইফ আলী খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে ছয়টা আঘাতের চিহ্ন আছে। তার মধ্যে দুটো আঘাত বেশ গভীর। একটি আঘাত সাইফের শিরদাঁড়ার কাছে।”

গতকাল বুধবার মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়; সেখানেই তার চিকিৎসা চলছে।

তথ্যসূত্র: মিড-ডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়