ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

বিয়ে করলেন গায়ক দর্শন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:২৯, ১৯ জানুয়ারি ২০২৫
বিয়ে করলেন গায়ক দর্শন

নবদম্পতি দর্শন-ধারাল

বিয়ে করলেন ভারতীয় সংগীতশিল্পী দর্শন রাওয়াল। দীর্ঘ দিনের বান্ধবী ধারাল সুরেলিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই গায়ক।

শনিবার (১৮ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের খবর জানান দর্শন। বিয়ের ছবিতে হাস্যেজ্জ্বল দর্শন-ধারালকে সাবেকি পোশাকে দেখা যায়। বিয়ের ছবির ক্যাপশনে দর্শন লেখেন— “চিরকালের সেরা বন্ধু।”

প্রিয় গায়কের বিয়ের ছবি দেখে অনেক তরুণীর হৃদয় ভাঙলেও শুভেচ্ছা বার্তায় ভাসছেন নবদম্পতি। শ্যাম নামে একজন লেখেন, “আমরা সবাই দিনটির জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে তা এসে গেছে। এর চেয়ে নিখুঁত আর কিছু হতে পারে না। জীবনের এই সুন্দর নতুন অধ্যায়ে আপনাদের পা রাখতে দেখে হৃদয়টা আনন্দে ভরে গেছে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

আরো পড়ুন:

২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণ করে খ্যাতি কুড়ান দর্শন রাওয়াল। এরপর ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’-এর মতো বেশ কটি সিনেমার গানে কণ্ঠ দেন।

দর্শনের গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘মিত্রন’, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ প্রভৃতি। বলিউড ছাড়াও গুজরাটি, তেলেগু সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন দর্শন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়