ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়ার ‘বাগান বিলাস’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ২৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:০০, ২৭ জানুয়ারি ২০২৫
জয়ার ‘বাগান বিলাস’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের পাশাপাশি ওপার বাংলার কাজ নিয়েও তার ব্যস্ততা কম নয়। নাম লিখিয়েছেন বলিউডেও। এবার ‘বাগান বিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন জয়া।

সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টায় মুক্তি পাবে জয়ার মিউজিক্যাল ফিল্মটি। এটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয়া আহসান লেখেন, “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।”

জানা গেছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেছেন তারা।

গত ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি নেটমাধ্যমে শেয়ার করে জয়া আহসান জানিয়েছিলেন, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়