মুক্তি পেল ‘হৃদয়ের আয়না’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

এ সময়ের কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। সংস্কৃতিমনা পরিবারে তার বেড়ে ওঠা। যার কারণে গানের প্রতি রয়েছে তার অন্যরকম ভালো লাগা। শৈশবেই গানের হাতেখড়ি। স্কুল-কলেজসহ ময়মনসিংহয়ের বিভিন্ন স্টেজে নিয়মিত পারফর্ম করেন। অন্য শিল্পীর গান কভার করে দর্শকপ্রিয়তা পেয়েছেন এই তরুণী।
প্রথমবারের মতো মৌলিক গান নিয়ে এলেন এই গায়িকা। ‘হৃদয়ের আয়না’ শিরোনামের গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সুরকার ও কণ্ঠশিল্পী এফ এ প্রীতম। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন এফ এ প্রীতম। সংগীতায়োজনে ছিলেন এস কে সাগর খান।
এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। গানের ভিডিওতে মডেল হয়েছেন আনান খান ও জয়া মির্জা। পরিচালনা করেছেন নোমান আরাফ। সম্প্রতি মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে রিয়েল লিঙ্ক মিউজিকের ইউটিউব চ্যানেলে।
বর্ণালী সরকার বলেন, “জন্মদিনে আমার প্রথম মৌলিক গান মুক্তি পেয়েছে। এই দিনটি আমার জন্য বিশেষ। এ অনুভূতি অন্যরকম। সামনে আরো ভালো কাজ করতে চাই। গানের কথাগুলো সুন্দর। আমরা চেষ্টা করেছি, দর্শকদের সুন্দর একটি গান উপহার দেওয়ার। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।”
এফ এ প্রীতম বলেন, “বর্ণালী নতুন হিসেবে ভালো গেয়েছে। আশা করছি, ভালো সুযোগ পেলে ও আরো ভালো করবে। সবসময় ভালো কাজ করার চেষ্টা করি। গান গাওয়ার জন্য ঢাকায় এলেও কম্পোজার হিসেবে কাজ করছি। পাশাপাশি নিয়মিত গানও করব।”
ঢাকা/রাহাত/শান্ত