ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২১ ১৪৩১

‘ঝলমলে রানি’ অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ৩১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:১০, ২ ফেব্রুয়ারি ২০২৫
‘ঝলমলে রানি’ অপু বিশ্বাস

এসব ছবিতে অপু বিশ্বাসকে দেখে প্রশংসা করছেন অনুরাগীরা

পরনে সাদা রঙের পোশাক। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। গলায় নেকলেস, কানে দুল। চোখে কাজল। চোখে-মুখে স্মিত হাসির ঢেউ বয়ে যাচ্ছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ফেসবুকে পোস্ট করা ছবিতে এমন লুকে দেখা যায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

অপু তার ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এসব ছবিতে মেদহীন অপুকে দেখে উচ্ছ্বসিত তার সহকর্মী-ভক্তরা। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন— “রানি ঝলমল করবে, বিদ্বেষীরা ঘৃণা।”

প্রথম সন্তানের মা হওয়ার পর অপু বিশ্বাসের শারীরিক ওজন বেড়ে যায়। যদিও এটা বেশ পুরোনো ব্যাপার। কিন্তু ওজন ঝরিয়ে ফিট হতে অনেকটা সময় লেগে গেছে তার। মেদ ঝরানোর সংগ্রামের ফসলই এসব ছবি। যা দেখে মুগ্ধ সবাই।

আরো পড়ুন:

চিত্রনায়িকা পলি লেখেন, ‘বিউটিফুল।’ অভিনেত্রী-সঞ্চালক শ্রাবণ্য তৌহিদা লেখেন, ‘ওয়াও! খুব সুন্দর।’ মেহেদী লেখেন, ‘জাতীয় ক্রাশ, অসাধারণ আপু। অনেক সুন্দর দেখাচ্ছে। চমৎকার।’ নাজু সারোয়ার লেখেন, ‘সাদা পরি। চমৎকার লাগছে আপু। ভালোবাসা অবিরাম।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

অপু বিশ্বাস তার ফেসবুক পেজেও একই ছবি শেয়ার করেছেন। তিন ঘণ্টায় এসব ছবিতে রিঅ্যাক্ট পড়েছে ১৩ হাজারের বেশি। মন্তব্য পড়েছে দেড় হাজারের অধিক।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়