ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

দেখা গেল সিয়াম-দীঘির রোমান্স!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:২১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
দেখা গেল সিয়াম-দীঘির রোমান্স!

‘জংলি’ সিনেমার দৃশ্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘জংলি’ সিনেমায়। এরই মধ্যে নির্মাণ কাজ শেষ।

মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘জনম জনম’। রোমান্টিক ঘরানার এ গানে রোমান্স করতে দেখা যায় সিয়াম-দীঘিকে। গানটির কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা; যেখানে প্রথমবারের মতো সিনেমার আবহ সংগীতে কাজ করলেন তারা। গানটির সংগীতায়োজনে ছিলেন ইমরান মাহমুদুল।

আরো পড়ুন:

‘জংলি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমাটিতে একাধিক লুকে দেখা যাবে তাকে। তার বিপরীতে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।  

এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/রাহাত/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়