হাড় ভেঙেছে কে-পপ তারকা ফিলিক্সের
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কে-পপ তারকা ফিলিক্স। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ কোরিয়ার ইন্সপায়ার এরিনায় দুর্ঘটনাটি ঘটে। এতে তার হাতের হাড় ভেঙে গেছে। ফিলিক্সের এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
স্ট্রে কিডসের মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়েছে, ভক্তদের সঙ্গে সভা শেষ হওয়ার পর ফিলিক্স বাড়ি ফেরার জন্য গাড়িতে ওঠেন। গাড়িটি ইন্সপায়ার এরিনা পার্কিং লট থেকে ধীরে ধীরে মূল লবির দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ে গাড়ির পেছনের বাঁ দিকে ধীর গতিতে আসা একটি শাটল বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি গুরুতর নয়। তবে ফিলিক্সের হাতের একটি হাড় ভেঙে গেছে।
দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষা করানো হয়। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন ফিলিক্স। চিকিৎসকরা আপাতত গান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বলেও এ বিবৃতিতে জানানো হয়েছে।
প্রায় ১১ মাস পর গত শুক্রবার থেকে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করেছে স্ট্রে কিডস। আজ সমাপনী দিনেও ফিলিক্সের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু এ আয়োজনে থাকতে পারছেন না এই তারকা।
ঢাকা/শান্ত