ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাম চরণের ঘড়ির টাকায় ঢাকায় কেনা যাবে কয়েকটি ফ্ল্যাট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
রাম চরণের ঘড়ির টাকায় ঢাকায় কেনা যাবে কয়েকটি ফ্ল্যাট

ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটর সাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা।

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণের বিলাসবহুল বাড়ি-গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। এবার তার একটি হাতঘড়ি নজর কেড়েছে নেটিজেনদের। কারণ এ ঘড়ির মূল্য জানলে চোখ কপালে উঠে যাবে!

আরো পড়ুন:

সম্প্রতি রাম চরণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, সোফায় বসে আছেন রাম চরণ। তার বাঁ হাতে একটি ঘড়ি; যা নিয়ে জোর চর্চা চলছে। কারণ রাম চরণের ঘড়িতে আটকে গেছে নেটিজেনদের চোখ।

ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসাত ডটকম জানিয়েছে, রাম চরণের হাতের ঘড়িটি রোলেক্স ওয়েস্টার পারপেচুয়াল ডে ডেট-৩৬। ঘড়িটিতে সাদা, গোলাপী ও হলুদ সোনা ব্যবহার করা হয়েছে। ঘড়িটি প্রস্তুত করতে ১৮ ক্যারেটের স্বর্ণ ব্যবহার করা হয়েছে। ৩৩০ ফুট পানির নিচেও ঘড়িটির ভেতরে পানি ঢুকতে পারবে না। এ ঘড়ির মূল্য ২ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৪ লাখ টাকার বেশি।

রাম চরণের ঘড়ি ও তার মূল্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর চর্চা করছেন নেটিজেনরা। ভারতের কেউ কেউ বলছেন, “এ অর্থ দিয়ে হায়দরাবাদে বিলাসবহুল ফ্ল্যাট কেনা যাবে।” আর এ অর্থ দিয়ে ঢাকায় একাধিক বিলাসবহুল ফ্ল্যাট কেনা যাবে বলেও অনেকে মন্তব্য করছেন।

রাম চরণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গেম চেঞ্জার’। চলতি বছরের ১০ জানুয়ারি মুক্তি পায় এটি। এতে তার বিপরীতে অভিনয় করেন কিয়ারা আদভানি। এটি নির্মাণ করেন এস. শঙ্কর। সাড়ে ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে মাত্র ১৭৮ কোটি রুপি। বর্তমানে তার চারটি সিনেমার কাজ আছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়