ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

প্রেমে পড়লেও বিয়ে করতে চাই না: শ্রীলেখা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০১, ২০ ফেব্রুয়ারি ২০২৫
প্রেমে পড়লেও বিয়ে করতে চাই না: শ্রীলেখা

শ্রীলেখা মিত্র

কথা ও কাজে কোনো রাখঢাক করেন না ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। স্পষ্টভাষী হিসেবে তার ‘সুখ্যাতি’ রয়েছে। পেশাগত ও ব্যক্তিগত— দুটো বিষয় নিয়ে ফের সোজাসাপ্টা ভাবনার কথা জানালেন এই অভিনেত্রী।

কাজ কম পাওয়া নিয়ে বহুবার কথা বলেছেন শ্রীলেখা মিত্র। কারণ ব্যাখ্যা করতে গিয়ে ‘স্পর্শকাতর’ মন্তব্য অতীতে করেছেন তিনি। এবার একটি এফএম রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে পেশাগত ও ব্যক্তিগত— উভয় বিষয় নিয়েই অকপট এই অভিনেত্রী।

শ্রীলেখা মিত্র বলেন, “কী কারণে তারা কাজ দেন না তা তো বলতে পারব না। এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন। ‘সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না’— এটা তো ছোট থেকে শিখে এসেছি। এর বাইরে কী করা যায় তা জানি না।”

আরো পড়ুন:

কাজ না পাওয়া নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির প্রসঙ্গ সামনে আসে। এ বিষয়ে শ্রীলেখা মিত্র বলেন, “প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে তো কখনো খারাপভাবে কথা বলিনি। তবে মিষ্টি করে কথা বললে কাজ হতো কি হতো না তা জানি না। বুম্বাদার ওই পছন্দের তালিকায় আমি ছিলাম না। সেটুকু আমি জানি। আমার ছোটবেলায় আমার সঙ্গে উনি তো অনেক কাজ করেছেন।”

শ্রীলেখার সংসার ভাঙার পর অনেকের সঙ্গে তার নাম জড়িয়েছে। তবে তার সঙ্গে প্রেম করতে হলে শর্তপূরণ করতে হবে। এ তথ্য জানিয়ে শ্রীলেখা মিত্র বলেন, “যদি কারো সঙ্গে প্রেম হয়, তাহলে প্রথম শর্ত— কুকুর ভালোবাসতে হবে। আমি তো দেখি না কেউ প্রেমেটেমে পড়ছে। কোথায় তারা? আর কুকুর বলতেও আমার কেমন জানি লাগে। ওরা আমার বাচ্চা, নাম ধরে ডাকি।”

শিলাদিত্য স্যান্যলের সঙ্গে সংসার ভাঙার পর আর বিয়ে করেননি শ্রীলেখা। প্রেম করলেও বিয়ে করতে চান না এই অভিনেত্রী। তার ভাষায়, “প্রেমে পড়তে চাই, প্রেমে পড়ে উঠতে চাই। আমি বিয়ে করতে চাই না। আমার প্রাক্তন, আমি ও আমার মেয়েকে এখনো একটা ইউনিট মনে হয়। এই ইউনিটটা ভাঙতে চাই না।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়