ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

মায়ের শাড়িতে বধূ সাজেন মেহজাবীন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
মায়ের শাড়িতে বধূ সাজেন মেহজাবীন

মায়ের শাড়িতে বউ সেজেছেন মেহজাবীন চৌধুরী

পরনে গোলাপী রঙের শাড়ি। হাতে বালা। গলায় নেকলেস। মাথায় টিকলি। মুখে হালকা মেকআপ। সবকিছু ছাপিয়ে মেহজাবীনের চোখে-মুখে ভুবন ভোলানো হাসি মুগ্ধতা ছড়াচ্ছে। তার কাঁধে মাথা রেখে পাশে বসে আছেন আদনান আল রাজীব।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন। তার একটিতে এমন লুকে ধরা দিয়েছেন এই নব দম্পতি। জানিয়েছেন, মায়ের আকদ অনুষ্ঠানের শাড়ি পরে বিয়ের আসরে বসেন এই অভিনেত্রী।

প্রাপ্তির আনন্দে নিশ্চল মেহজাবীন

আরো পড়ুন:


এসব ছবির ক্যাপশনে মেহজাবীন চৌধুরী লেখেন, “আমাদের আকদ ১৪.০২.২০২৫। ভালোবাসার দিনে আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি; যা আরো অর্থবহ হয়ে উঠেছিল প্রিয় মানুষদের উপস্থিতিতে।”

মায়ের দেওয়া সেরা উপহারের কথা উল্লেখ করে মেহজাবীন চৌধুরী লেখেন, “আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার।”

১৪ ফেব্রুয়ারি বিয়ের পর্ব সম্পন্ন করলেও তা গোপন রেখেছিলেন রাজীব-মেহজাবীন দম্পতি। ২৪ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে একটি রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করেন তারা। আত্মীয়-স্বজন ছাড়াও এতে যোগ দেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা।

নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেমের গুঞ্জন বহু পুরোনো। যদিও তা কখনো স্বীকার করেননি এই যুগল। সর্বশেষ ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে রূপ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তারা।

প্রিয় মানুষকে পেয়ে উচ্ছ্বসিত রাজীব-মেহজাবীন


এর আগে মেহজাবীন চৌধুরী বলেন, “১৩ বছর পর, আজ আমরা এখানে, একসঙ্গে বেড়ে উঠছি। তারা বলেন, ‘সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়’— আমরা প্রায় দ্বিগুণ অতিক্রম করেছি।”

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়