ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

সঞ্জয়ের বাড়িতে শর্ট ড্রেস পরে যাওয়ার অনুমতি নেই: আমিশা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ৫ মার্চ ২০২৫  
সঞ্জয়ের বাড়িতে শর্ট ড্রেস পরে যাওয়ার অনুমতি নেই: আমিশা

সঞ্জয়ের সঙ্গে আমিশা প্যাটেল

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অভিনেত্রী আমিশা প্যাটেলের। শুধু সঞ্জয় নয়, তার স্ত্রীর সঙ্গেও ঘনিষ্ট সম্পর্ক এই অভিনেত্রীর। সঞ্জয়ের সঙ্গে বন্ধুত্বের ব্যাখ্যা করতে গিয়ে আমিশা জানালেন, শর্ট ড্রেস পরে সঞ্জয়ের বাড়িতে যাওয়ার অনুমতি নেই তার।

কয়েক দিন আগে বলিউড বাবলকে সাক্ষাৎকার দিয়েছেন আমিশা প্যাটেল। সঞ্জয়ের বাড়িতে জন্মদিন উদযাপনের একটি ছবি নিয়ে কথা বলার সময়ে এই অভিনেত্রী বলেন, “সে (সঞ্জয়) খুবই প্রোটেকটিভ। তাই, আমি যখন তার বাড়িতে যাই, তখন শর্টস বা ওয়েস্টার্ন ড্রেস পরে যাওয়ার অনুমতি নেই। আমাকে সালোয়ার-কামিজ পরতে হয়।”

৪৯ বছরের আমিশা এখনো অবিবাহিত। বন্ধু সঞ্জয় তার বিয়ে দিতে চান। এ তথ্য উল্লেখ করে আমিশা বলেন, “সাঞ্জু এমন একজন মানুষ যে সবসময়ই বলে, ‘এই ইন্ডাস্ট্রিতে তুমি খুবই সরল মানুষ। আমি তোমাকে বিয়ে দেব। তোমার জন্য বর খুঁজে আনব। আমি তোমার বিয়েতে কন্যাদান করব।”

আরো পড়ুন:

“সে আমাকে খুব ভালোবাসে, সবসময় আমার মঙ্গল কামনা করে। আমার খোঁজখবর নেয়, আমাকে জিজ্ঞাসা করে— ‘আমি ঠিক আছি কিনা।” বলেন আমিশা প্যাটেল।

সঞ্জয় দত্ত এবং আমিশা প্যাটেল একসঙ্গে খুব বেশি সিনেমায় অভিনয় করেননি। ২০০৬ সালে ‘তথাস্তু’ সিনেমায় অভিনয় করেন সঞ্জয়-আমিশা। পাঁচ বছর বিরতি নিয়ে ‘চতুর সিং টু স্টার’ সিনেমায় দেখা যায় এই জুটিকে।  

২০০০ সালে বলিউডে পা রাখেন আমিশা। কিন্তু ২০০৩ সালের পর সেভাবে আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি আমিশার সিনেমা। মাঝে একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন। নিজে প্রযোজনা সংস্থাও খুলেও কোনো লাভ হয়নি। তবে ‘গদর টু’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে ব্যর্থতার তকমা ‍মুছে দেন এই অভিনেত্রী।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়