নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই: পরমব্রত

স্ত্রীর সঙ্গে পরমব্রতর আনন্দঘন মুহূর্ত
ভালোবেসে ঘর বেঁধেছেন পরমব্রত চ্যাটার্জি-পিয়া চক্রবর্তী। গত মাসে বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দেন এই জুটি। কাজের ব্যস্ততার কারণে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুব একটা সময় দিতে পারেননি। তবে সব ব্যস্ততা শিকায় তুলে স্ত্রী পাশে থাকার পরিকল্পনা করেছেন এই নির্মাতা।
ভারতীয় একটি একটি সংবাদমাধ্যমে পরমব্রত চ্যাটার্জি বলেন, “ফেব্রুয়ারি মাসে আমি আর পিয়া চক্রবর্তী জানিয়েছি, আমরা বাবা-মা হতে চলেছি। জুন মাসে হয়তো সন্তান জন্ম নেবে। এই সময় পিয়ার পাশে আমার বেশি থাকা দরকার ছিল। কাজের চাপে যেটা আমি পারিনি।”
সন্তানের বেড়ে ওঠা নিজের চোখে দেখতে চান পরমব্রত। তা জানিয়ে এই অভিনেতা বলেন, “নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই। একই সঙ্গে পিয়ার পাশে থেকে ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানপালনের দায়িত্ব ভাগ করে নিতে চাই। কারণ স্ত্রী অন্তঃসত্ত্বা মানেই স্বামীর দায়িত্ব শেষ নয়। বরং বেশি করে স্ত্রীকে আগলে রাখা। এই সময়ে ভালোমন্দ সব কিছুই স্ত্রী স্বামীর সঙ্গেই ভাগ করতে চায়।”
আগামী মে মাস থেকে পিতৃত্বকালীন ছুটি নেবেন পরমব্রত। সন্তান জন্মের পরবর্তী দুই মাস ছুটিতে থাকবেন বলেও জানান তিনি।
পরমব্রতর স্ত্রী সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০০১ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই সংগীতশিল্পী। ওই সময়ে গুঞ্জন উঠেছিল, পরমব্রতর সঙ্গে পরকীয়ার কারণে অনুপমের সংসার ভেঙেছে। যদিও তা অস্বীকার করেন পরমব্রত। ২০২১ সালের ২৭ নভেম্বর পিয়ার গলায় মালা পরিয়ে সেই গুঞ্জনই বাস্তবে রূপ দেন।
ঢাকা/শান্ত