ঢাকা     রোববার   ২৩ মার্চ ২০২৫ ||  চৈত্র ১০ ১৪৩১

ফের একসঙ্গে বালাম-ন্যানসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ২০ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৫৫, ২০ মার্চ ২০২৫
ফের একসঙ্গে বালাম-ন্যানসি

বালাম, ন্যানসি

সংগীতাঙ্গনের জনপ্রিয় জুটি বালাম ও নাজমুন মুনিরা ন্যানসি। ‘কমন জেন্ডার’ সিনেমায় সর্বশেষ প্লেব্যাক করেন তারা। ২০১২ সালের ১২ জুন মুক্তি পায় এটি। সিনেমাটি মুক্তির কয়েক বছর আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এই যুগল। দীর্ঘ ১৫ বছর পর একসঙ্গে সিনেমার গান কণ্ঠে তুললেন তারা। 

নির্মাতা কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্মে প্লেব্যাক করেছেন বালাম-ন্যানসি। ‘মায়া মায়া লাগে’ শিরোনামের এ গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন।

ন্যানসি বলেন, “বালাম ভাই তো দারুণ একজন গায়ক। আমরা সর্বশেষ ‘কমন জেন্ডার’ সিনেমায় গেয়েছিলাম। মাঝে বালাম ভাই আর আমি একটি প্রতিষ্ঠানের হেপাটাইটিস বি’র সচেতনতামূলক ভিডিওতে কাজ করেছি। কিন্তু আমি আর বালাম ভাই ১৫ বছরের বেশি সময় পর একসঙ্গে গান করলাম। যদিও গানটির ভয়েস দেওয়ার সময় আমাদের দেখা হয়নি। আলাদা আলাদাভাবে ভয়েস নেওয়া হয়েছে। কিন্তু ভালো লাগছে দীর্ঘদিন পর ফের আমার আর বালাম ভাইয়ের একসঙ্গে গান আসায়। দারুণ রোমান্টিক একটি গান। আমার বিশ্বাস, গানটি দর্শকদের দারুণ পছন্দ হবে।”

আরো পড়ুন:

ন্যানসির প্রশংসা করে বালাম বলেন, “দীর্ঘদিন পর আমি আর ন্যানসি একসঙ্গে প্লেব্যাক করলাম। ন্যানসি তো অসাধারণ গায়। এবারের গানটিও দারুণ হয়েছে। পিউর রোমান্টিক একটি গান। দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”

‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব-ফারিণ। ‘মায়া মায়া লাগে’ গানে তারাই পারফর্ম করেছেন।  ফিল্মটিতে আরো অভিনয় করেছেন— সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, এরফান মৃধা শিবলু প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়