আলিয়া আমার প্রথম স্ত্রী নয়: রণবীর

আলিয়া-রণবীরের আনন্দঘন মুহূর্ত
বলিউডের তারকা জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। আয়ান মুখার্জি নির্মিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তা প্রেমে রূপ নেয়। সবকিছু ছাপিয়ে এ যুগলের প্রেম পরিণয় পেয়েছে; তাদের সংসার আলো করে এসেছে একটি কন্যাসন্তান।
দাম্পত্য জীবনে ভালো সময় পার করছেন আলিয়া-রণবীর। কিন্তু ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বললেন— “আলিয়া আমার প্রথম স্ত্রী নয়।” ‘বরফি’ তারকার এতটুকু বক্তব্য শুনে অনেকেই অবাক হয়েছেন। এমন মন্তব্য কেন করলেন এই তারকা?
ঘটনার বর্ণনা দিয়ে রণবীর কাপুর বলেন, “আমি এটাকে পাগলামি বলব না; তাহলে বিষয়টি নেতিবাচক অর্থে চলে যেতে পারে। একটি মেয়ের গল্প আমার মনে আছে। মেয়েটি একজন পুরোহিত সঙ্গে নিয়ে আমাদের বাড়ি এসেছিল। বাড়ির গেটে দাঁড়িয়ে মেয়েটি বিয়ে করে। আমি তাকে কখনো দেখিনি; সিকিউরিটি গার্ড এসব আমাকে বলেছে।”
পরের ঘটনা বর্ণনা করে রণবীর কাপুর বলেন, “আমি আমার বাবা-মায়ের সঙ্গে একটি বাংলোতে থাকতাম। সেই বাংলোর গেটে সিঁদুরের টিপ এবং কিছু ফুল রাখা ছিল। সেই সময়ে আমি শহরের বাইরে ছিলাম। এসব শুনে তো অবাক। এটা ভক্তের পাগলামি আর কি! আমার সেই প্রথম স্ত্রীর সঙ্গে এখনো দেখা হয়নি। আমি তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সুতরাং, আলিয়া আমার প্রথম স্ত্রী নয়।”
২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন। তাদের প্রেম-বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ২০২৩ সালের ৬ নভেম্বর কন্যাসন্তান জন্ম দেন আলিয়া।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ঢাকা/শান্ত