কী কারণে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার প্রস্তাব ফেরান ঐশ্বরিয়া?

করন জোহর নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। সিনেমাটিতে ‘রাহুল খান্না’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। ‘টিনা মালহোত্রা’ চরিত্রে দেখা যায় রানী মুখার্জিকে। ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পায় এটি।
প্রেক্ষাগৃহে মুক্তির পর রানীর চরিত্রটি দর্শক হৃদয়ে আলাদাভাবে দাগ কাটে। মজার বিষয় হলো, চরিত্রটির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখান করেন ‘দেবদাস’ তারকা। ফিল্ম ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ঐশ্বরিয়া।
ঐশ্বরিয়া রাই বলেন, “আমি যদি সিনেমাটিতে অভিনয় করতাম তাহলে মানুষ বলতেন, ‘দেখ, ঐশ্বরিয়া রাই আগে মডেলিং জীবনে যা করতেন তাই করছে। স্ট্রেট চুল, মিনি স্কার্ট, গ্ল্যামারাস লুকে ক্যামেরার সামনে ঘুরে বেড়াচ্ছে।’ আমি যদি টিনা চরিত্রে অভিনয় করতাম, তাহলে মানুষ বিনা বিবেচনায় আমার সমালোচনা করতেন।”
ঐশ্বরিয়া ছাড়াও ‘টিনা’ চরিত্রে অভিনয়ের জন্য টুইঙ্কেল খান্না, উর্মিলা মাতন্ডকর এবং টাবুকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে তারাও এই প্রস্তাব ফিরিয়ে দেন। সর্বশেষ রানী মুখার্জি ‘টিনা মালহোত্রা’ চরিত্র রূপায়ন করেন। সিনেমাটি মুক্তির পর রানীর চরিত্রটি ‘আইকনিক চরিত্র’ হয়ে ওঠে।
তারুণ্য, প্রেম, বন্ধুত্ব ও বাবা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার কাহিনি। এটি নির্মাণে ব্যয় হয়েছিল ১০ কোটি রুপি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল; আয় করেছিল ১০৭ কোটি রুপি।
তারকাবহুল এ সিনেমায় আরো অভিনয় করেন— কাজল, সালমান খান, অনুপম খের, জনি লিভার, মনীষ মালহোত্রা, ফারাহ খান প্রমুখ। ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির পর বক্স অফিস সফলতা ছাড়াও ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ৮টি বিভাগে পুরস্কার লাভ করে।
ঢাকা/শান্ত