ঢাকা     মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ১২ ১৪৩১

কারাগারে ইয়াশ!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২২ মার্চ ২০২৫   আপডেট: ১৩:২৬, ২২ মার্চ ২০২৫
কারাগারে ইয়াশ!

ইয়াশ রোহান

দুর্বার এক প্রেমের গল্পে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘অবুঝ প্রেম’। সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান। আর তাতে প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়নাল জ্যাক প্রমুখ।

‘অবুঝ প্রেম’ নাটকের একটি দৃশ্য

আরো পড়ুন:

ফুয়াদ বিন আলমগীরের সিনেমাটোগ্রাফিতে এই নাটকে দুটি ভিন্ন লুক ও চরিত্রে হাজির হবেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা। এ প্রসঙ্গে নির্মাতা মিফতাহ্ জানান, ‘‘অবুঝ প্রেম’ নাটকের চ্যালেঞ্জিং অংশ ছিল দুটি। একটি কলেজ জীবনের গেটআপ, অন্যটি কারাগার ও পাগলাগারদের গেটআপ, মেকআপ ও অভিনয়। দুটো চ্যালেঞ্জই শতভাগ উতরে গেছেন ইয়াশ-নিহা। এমনটাই প্রতিক্রিয়া নির্মাতা পক্ষের।’’

এদিকে গল্পের বিষয়ে একেবারেই মুখ খুলুতে চাইছেন না সংশ্লিষ্ট কেউ। নির্মাতা শুধু এটুকু জানালেন, এটি শতভাগ খাঁটি প্রেমের গল্প। যেখানে প্রেম আছে, পাল্লা দিয়ে থাকছে বিরহও।

তবে এই নাটকের দৃশ্যে দেখা যায় কারাগারে ইয়াশ। কি কারণে কারাগারে ইয়াশ তা জানতে দেখতে হবে ‘অবুঝ প্রেম’ নাটক। 

‘অবুঝ প্রেম’ ছাড়াও এবারের ঈদ আয়োজনে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছি ২০টি নাটক। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চাঁদরাত থেকে বিশেষ নাটকগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হতে থাকবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়