ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সোনু সুদের স্ত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ২৫ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৫৬, ২৫ মার্চ ২০২৫
ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সোনু সুদের স্ত্রী

স্ত্রীর সঙ্গে সোনু সুদ, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা সোনু সুদের স্ত্রী ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) মুম্বাই-নাগপুর হাইওয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সোনু সুদের স্ত্রী সোনালি সুদ। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

দুর্ঘটনার বিষয়ে কথা বলতে সোনু সুদের সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। স্ত্রীর শারীরিক অবস্থা জানিয়ে এ অভিনেতা বলেন, “সে এখন ভালো আছে। অলৌকিকভাবে বেঁচে গেছে।”

নাগপুরে দুর্ঘটনাটি ঘটে। সোনালি তার বোনের ছেলে এবং অন্য একজন নারীকে নিয়ে যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সৌভাগ্যবশত, তাদের কেউ গুরুতর আহত হননি। তবে গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সোনু সুদ।

আরো পড়ুন:

১৯৯৬ সালে সাতপাকে বাঁধা পড়েন সোনু সুদ ও সোনালি। সোনুর স্ত্রী সোনালি একজন প্রযোজক। সোনু পরিচিত মুখ হলেও তার স্ত্রী শুরু থেকেই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। এ দম্পতির আয়ান ও ইশান্ত নামে দুই সন্তান রয়েছে।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়