ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

আটচল্লিশে থেমে গেল নায়কের জীবন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৬ মার্চ ২০২৫   আপডেট: ১৩:২১, ২৬ মার্চ ২০২৫
আটচল্লিশে থেমে গেল নায়কের জীবন

মনোজ ভারতীরাজা

তামিল সিনেমার বরেণ্য অভিনেতা-নির্মাতা ভারতীরাজার পুত্র মনোজ ভারতীরাজা মারা গেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৪৮ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক দিন আগে মনোজের বাইপাস সার্জারি হয়। মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৪টায় নিজ বাড়িতে মারা যান তিনি। ৮৩ বছরের ভারতীরাজার পুত্র মনোজের বয়স হয়েছিল ৪৮ বছর। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন পদ্মশ্রীজয়ী এই তারকা।   

বাবার সঙ্গে মনোজ ভারতীরাজা

আরো পড়ুন:


ব্যক্তিগত জীবনে অভিনেত্রী অশ্বতী ওরফে নন্দনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মনোজ। এ দম্পতির অর্শিতা, মাথিভাথানি নামে দুই কন্যাসন্তান রয়েছে। মৃত্যুকালে বাবা-মা-স্ত্রী-সন্তান ছাড়াও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন মনোজ। 

মনোজের আকস্মিক মত্যুতে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে। অনেক তারকাই শোক প্রকাশ করেছেন। এ তালিকায় রয়েছেন— কমল হাসান, পবন কল্যাণ, থালাপাতি বিজয়, খুশবু সুন্দর, নানি প্রমুখ। 

১৯৯৯ সালে তামিল ভাষার ‘তাজমহল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মনোজ। রোমান্টিক ঘরানার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন অভিনেত্রী রাইমা সেনের বোন রিয়া সেন। এটি পরিচালনা করেন ভারতীরাজা। এরপর ১৮টি সিনেমায় অভিনয় করেন মনোজ।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়