ঈদের দুই নাটকে মোশাররফ করিমের সঙ্গী ঊর্মী

মোশাররফ করিমের সঙ্গে ঊর্মী
দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ঈদের দুটি একক নাটকে কাজ করেছেন তরুণ অভিনেত্রী ঊর্মী আহমেদ। ‘বউ ভাড়া হবে’ ও ‘সানগ্লাস ফ্যামিলি’ শিরোনামের নাটক দুটির একটি প্রচার হবে চ্যানেল আইতে, অন্যটি আরটিভিতে।
মোশাররফ করিম তার ক্যারিয়ারে অসংখ্য অভিনেত্রীর বিপরীতে কাজ করেছেন। তার মধ্যে অনেক নতুন অভিনেত্রী তার সঙ্গে জুটি বেঁধে কুড়িয়েছেন প্রশংসা। সেই তালিকায় যুক্ত হলেন ঊর্মী।
এই তরুণ অভিনেত্রী বলেন, “এই নাটক দুটিতে সুযোগ দেওয়ার জন্য পরিচালক মো. জাকিউল ইসলাম রিপন ভাইয়ের কাছে কৃতজ্ঞ। মোশাররফ করিম ভাইয়ের মতো অভিনেতার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য ভাগ্যের ব্যাপার।”
মোশাররফ করিমের প্রশংসা করে ঊর্মী বলেন, “অনেক কিছু শিখেছি, জেনেছি। তিনি খুবই মিশুক। নতুনদের জন্য খুবই হেল্পফুল মোশাররফ করিম ভাই। তার সঙ্গে কাজ করে আমার দারুণ লেগেছে। মন দিয়ে দুটি নাটকের কাজ করেছি। আশা করছি, দর্শকের ভালো লাগবে।”
বিটিভিতে মাহফুজা আক্তারের প্রযোজনায় কাজী নজরুল ইসলামের ‘মেঘবালিকা’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে ঊর্মী আহমেদের। এরপর থেকে নাটকে নিয়মিত অভিনয় করছেন।
ঊর্মী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো— ‘লাভ অ্যান্ড রিভেঞ্জ’, ‘মুক্তি’, ‘শুভযাত্রা’, ‘বাবার সম্বল’, ‘বাবা আর নেই’, ‘প্রবাসী ছেলের কোরবানি’, ‘বয়রা বউ শাশুড়ি’, ‘নিঃশ্বাস’, ‘অসহায় বউ’, ‘প্রবাসী তিন বউ’, ‘বৃষ্টি এলো প্রেম এলো’ প্রভৃতি।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ঊর্মী। রায়হান রাফি নির্মিত ‘ফ্রাইডে’ চলচ্চিত্রে অভিনয় করাকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করেন তিনি। তার অভিনীত ‘পিনিক’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত