ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাজী হায়াতের সঙ্গে যে ব্যবহারটা হয়েছে, তা খুবই দুঃখজনক: ওমর সানী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২৭ মার্চ ২০২৫  
কাজী হায়াতের সঙ্গে যে ব্যবহারটা হয়েছে, তা খুবই দুঃখজনক: ওমর সানী

কাজী হায়াৎ, ওমর সানী

গত ২৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমা দেখে বের হওয়ার সময় বরেণ্য নির্মাতা কাজী হায়াতের গাড়ি আটকে রাখেন শাকিব ভক্তরা।

এরপর কাজী হায়াৎ গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ বলে স্লোগান দিতে থাকে তারা। কেবল তাই নয়, এই পরিচালকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় শাকিব ভক্তদের। 

আরো পড়ুন:

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াতের পুত্র চিত্রনায়ক কাজী মারুফ। এবার বিষয়টি নিয়ে কথা বললেন চিত্রনায়ক ওমর সানী। বৃহস্পতিবার (২৭ মার্চ) ফেসবুক স্ট্যাটাসে নিজের ভাবনা তুলে ধরেন ‘কুলি’খ্যাত এই নায়ক। 

ওমর সানী বলেন, “কাজী হায়াত কিংবদন্তির নাম, যদিও তার সাথে আমার কোনো সিনেমা নেই। কিন্তু উনাকে শ্রদ্ধা করি, উনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে, ইনটেনশনালি করা। যাই হোক, আমরা সম্মানের সাথে থাকি। জোর শব্দটা কারো একার না।”

ওমর সানীর এ পোস্টে শোবিজ অঙ্গনের তারকাদের পাশাপাশি মন্তব্য করেছেন নেটিজেনরাও। ওমর সানীর মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে মন্তব্য করেন তারা। যদিও কেউ কেউ শাকিবের পক্ষ নিয়ে মন্তব্য করেছেন।

শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’। ঈদুল ফিতরে সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত মঙ্গলবার সিনেমাটির প্রদর্শনী দেখতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে যান নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াৎ। আর সেদিন দুপুরে আনকাট সেন্সর সার্টিফিকেটের দাবিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেন শাকিবভক্তরা। সেখানে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়