ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ফাঁস হওয়া ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ১৯:২৯, ২৮ মার্চ ২০২৫
ফাঁস হওয়া ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী

শ্রুতি নারায়ণ

তামিল সিনেমার অভিনেত্রী শ্রুতি নারায়ণের ১৪ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও ফাঁস হয়েছে। জানা যায়, এটি প্রাইভেট অডিশনের সময়ে ধারণ করা। কাস্টিং কাউচের ভিডিওটি ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে।

ভিডিওটি ফাঁস হওয়ার পর নীরব ছিলেন শ্রুতি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রেী। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে শ্রুতি জানান, খুবই কঠিন সময় পার করছেন তিনি।   

শ্রুতি বলেন, “এই ধরনের কনটেন্ট ছড়িয়ে দেওয়া কেবল রসিকতা-মজার বিষয়। কিন্তু আমার এবং আমার ঘনিষ্ঠজনদের জন্য এটি খুব কঠিন পরিস্থিতি। বিশেষ করে আমার জন্য এটি খুব কঠিন সময়। এই কঠিন পরিস্থিতি সামাল দেওয়া ভীষণ জটিল। আমিও একজন নারী, আমারও অনুভূতি আছে, আমার ঘনিষ্ঠজনদেরও অনুভূতি আছে। আপনারা সবাই এটিকে খারাপ থেকে আরো খারাপ করে তুলছেন।”

আরো পড়ুন:

অনুরোধ জানানোর পাশাপাশি ক্ষোভ উগড়ে শ্রুতি বলেন, “আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, সবকিছু দাবানলের মতো ছড়িয়ে দেবেন না। তারপরও যদি একই কাজ করেন, তবে আপনি আপনার মা-বোন বা বান্ধবীর ভিডিও দেখুন। কারণ তারাও মেয়ে, তাদেরও আমার মতো শরীর আছে। সুতরাং তাদের ভিডিও উপভোগ করুন।”

তামিল টিভি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেন শ্রুতি। ‘সিরাগাড়িকা আসাই’-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি। এটি স্টার বিজয় এবং জিওহটস্টারে প্রচার হয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়