ঢাকা     বুধবার   ০২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত: নিশো

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ৩০ মার্চ ২০২৫   আপডেট: ১০:৫৪, ৩০ মার্চ ২০২৫
ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত: নিশো

আফরান নিশো

আফরান নিশো অভিনীত আলোচিত সিনেমা ‘দাগি’। শিহাব শাহীন নির্মিত এই সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পাবে। টানা প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

ঈদ আনন্দে বাড়তি বিনোদন যোগাতে পর্দায় দেখা যাবে নিশোকে। তবে হতদরিদ্র মানুষগুলো যেন ঈদ আনন্দের অংশ হতে পারেন, সেজন্য সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ‘সুরঙ্গ’খ্যাত এই তারকা।

সংবাদ সম্মেলনে আফরান নিশো বলেন, “আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করছি, ঈদটা আসলে তাদের নয়। সবসময় মনে হয়, যারা হতদরিদ্র, যাদের তিনবেলা খাবার জুটছে না, ঈদটা তাদের জন্য। তাদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের যে ধর্মীয় অনুশাসন ও সামাজিক অবস্থান আছে, সেই জায়গা থেকে দায়িত্বগুলো পালন করা উচিত।”

আরো পড়ুন:

ছোটবেলায় ঈদ সালামি পেতেন আফরান নিশো। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ঈদ এলেই সালামি পেতাম। সেই সময় চকচকে নোট ছাড়া সালামি নিতাম না। আমার মনে পড়ে, নানির কাছ থেকে একটু বেশি সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম। তখন বাটনফোন ছিল।’

সিনেমাটিতে ‘দাগি’ আসামি নিশান চরিত্রে অভিনয় করেছেন নিশো। সিনেমাটি নিয়ে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমার ভক্তদের ঈদটা যেন দাগিময় হয়ে যায়। সিনেমাটা দেখে তাদের কোনো একটা বোধ তৈরি হলে আমার মনে হয় ঈদটা সার্থক হবে।”

‘দাগি’ সিনেমায় আরো অভিনয় করেছেন— চিত্রনায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এটি প্রযোজনা করেছে এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়