টিভি পর্দায় শাকিবের ‘রাজকুমার’

গত বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাজকুমার’ সিনেমা। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমা মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে বেশ ভালো ফেলে। তা ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে মুক্তি পায় সিনেমাটি। ঈদুল ফিতর উপলক্ষে টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে ‘রাজকুমার’ সিনেমার।
বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদুল ফিতরের দিন দুপুর ২টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা।
পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘রাজকুমার’ সিনেমার কাহিনি। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
সিনেমাটিতে শাকিবের বাবার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য নাটক-চলচ্চিত্র অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান।
ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ।
ঢাকা/শান্ত