ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২১ ১৪৩১

ঈদে পাঁচ নায়কের লড়াই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৩১ মার্চ ২০২৫   আপডেট: ১৪:৪৬, ৩১ মার্চ ২০২৫
ঈদে পাঁচ নায়কের লড়াই

ছবির কোলাজ

বরাবরই ঈদ উৎসবে সিনেমা মুক্তি নিয়ে নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের মাঝে উৎসাহ দেখা যায়। প্রতি ঈদেই একের অধিক তো বটেই, চার থেকে পাঁচটি সিনেমাও মুক্তি পায়। বছরজুড়ে অবশ্য এমন চিত্র দেখা যায় না। বিগ বাজেটের তারকাবহুল সিনেমাগুলো যেন ঈদের অপেক্ষায়ই থাকে। দর্শকও এ সময় বাড়তি আনন্দ পেতে হলমুখী হন।

বলা বাহুল্য, ঈদে চার-পাঁচটি সিনেমা মুক্তি পেলেও দু-একটি সিনেমা দর্শক টানতে সক্ষম হয়। ফলে প্রযোজকদের দুশ্চিন্তা থেকেই যায়। তারপরও এবারের ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পাবে। ছয় সিনেমায় পাঁচ নায়কের লড়াইয়ে কে জিতবেন তা জানতে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। 

বরবাদ
ঈদ মানেই শাকিব খান অভিনীত সিনেমা। প্রত্যেক ঈদে তার অভিনীত একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি মুক্তির আগেই আলোচনায় চলে আসে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’–এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে দেখা যাবে কলকাতার নায়িকা নুসরাত জাহানকে।

আরো পড়ুন:

অন্তরাত্মা
নির্মাতা ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেছেন ‘অন্তরাত্মা’। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার দর্শনা বণিক। 

দাগি
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। নিশো-তমা ছাড়াও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপও রচনা করেছেন নির্মাতা শিহাব শাহীন। 

জ্বীন-৩
‘জ্বীন-৩’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। তার বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এরই মধ্যে তাদের ‘কন্যা’ শিরোনামের গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। 

জংলি
নায়ক সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমাটি নির্মাণ করেছেন এম. রাহিম। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। গানগুলোর কথা-সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। 

চক্কর
ঈদুল ফিতরের বক্স অফিস লড়াইয়ে রয়েছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ সিনেমা। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। টিজার প্রকাশের পর বেশ প্রশংসা কুড়াচ্ছে এটি। সিনেমাটিতে মোশাররফ করিম অভিনয় করেছেন মঈনুল চরিত্রে। মঈনুল একজন পুলিশ অফিসার, যে কিনা নানা ঘটনার মধ্যে দিয়ে রহস্য উদঘাটনে নেমে পড়ে। এটি থ্রিলার গল্প। সেই সঙ্গে মানবিক দিকও আছে। আরো আছে সম্পর্কের কথা। সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি।

ঢাকা/রাহাত/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়