ঢাকা     শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন শাহরুখের স্ত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:৫৯, ২ এপ্রিল ২০২৫
বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন শাহরুখের স্ত্রী

শাহরুখের সঙ্গে গৌরি

বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। আড়াই বছরের ব্যবধানে ফ্ল্যাটটি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ লাভ করেছেন এই ইন্টেরিয়র ডিজাইনার। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, মুম্বাইয়ের পশ্চিম দাদরে অবস্থিত কোহিনূর আলটিসিমো ভবনে ছিল গৌরি খানের বিলাসবহুল ফ্ল্যাটটি। কিছুদিন আগে শাহরুখ খান তার পরিবার নিয়ে ‘মান্নাত’ ছেড়ে অন্য একটি ফ্ল্যাটে উঠেছেন। ‘মান্নাত’ সংস্কারের জন্য অন্যত্র বসবাস করছেন তারা। ‘মান্নাত’ ছাড়ার পরই ফ্ল্যাটটি বিক্রি করেন গৌরি। গত মার্চ মাসে রেজিস্ট্রি করে দেন গৌরি।

১৯৮৫ স্কয়ার ফুটের ফ্ল্যাটের কার্পেট এরিয়া ১৮০৩ স্কয়ার ফুট। ফ্ল্যাটটির দুটো পার্কিং স্পেস সুবিধাও রয়েছে। ২০২২ সালের আগস্ট ৮ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিলেন গৌরি। আড়াই বছর পর ১১ কোটি ৬১ লাখ রুপিতে ফ্ল্যাটটি বিক্রি করলেন তিনি। তবে কী কারণে ফ্ল্যাট বেচে দিলেন তা জানা যায়নি।

আরো পড়ুন:

প্রাসাদোপম ‘মান্নাত’ ছেড়ে শাহরুখ খান বান্দ্রার পালি হিলের অভিজাত অ্যাপার্টমেন্টে পরিবার নিয়ে উঠেছেন। ডুপ্লেক্স এই অভিজাত অ্যাপার্টমেন্টে বসবাস করছেন— শাহরুখ খান, স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা আর দুই ছেলে আরিয়ান- আব্রাম।

অ্যাপার্টমেন্ট দুটো তিন বছরের জন্য ভগনানি পরিবারের কাছ থেকে ভাড়া নিয়েছেন শাহরুখ। ভাড়া বাবদ তাকে গুনতে হবে ৯ কোটি রুপি। চলতি বছরের শেষের দিকে ‘মান্নাত’-এর সংস্কারকাজ শুরু হবে। দুই বছর ধরে চলবে সংস্কারকাজ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়