ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অব‌শে‌ষে বি‌য়ে কর‌লেন শামীম হাসান সরকার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ৪ এপ্রিল ২০২৫  
অব‌শে‌ষে বি‌য়ে কর‌লেন শামীম হাসান সরকার

নাট‌কে বি‌য়ের দৃ‌শ্যের ছ‌বি ফেসবু‌কে পোস্ট ক‌রে বহুবার দ্বিধায় ফে‌লে‌ছেন ছোট পর্দার দর্শক‌প্রিয় অ‌ভি‌নেতা শামীম হাসান সরকার। সব‌কিছুর ই‌তি টে‌নে বাস্তব জীব‌নে বি‌য়ে কর‌লেন এই অ‌ভি‌নেতা। শুক্রবার (৪ এ‌প্রিল) বি‌য়ের আনুষ্ঠা‌নিকতা সম্পন্ন ক‌রেন তি‌নি।

বি‌য়ের খবর নি‌শ্চিত ক‌রে শামীম হাসান সরকার বলেন, এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

শামীম হাসান সরকার তার স্ত্রীর নাম প্রকাশ ক‌রেননি। তবে পাত্রী মিডিয়ার কেউ নন। বিয়ে নিয়ে আপাতত এর বেশি কিছু বলতে নারাজ এই অভিনেতা। শুধু বললেন, সময় নিয়ে বিস্তারিত জানাব। সবাই আমা‌দের জন‌্য দোয়া করবেন।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে বি‌য়ের ছ‌বি প্রকাশ ক‌রেন। এ ছ‌বির ক্যাপশনে তি‌নি লিখেন, আলহামদুলিল্লাহ, কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়