আবার আবাবিল পাখির ভীষণ প্রয়োজন: ওমর সানী

ওমর সানী
ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর। সারি সারি লাশ, আহতদের চিৎকারে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। গাজার এমন পরিস্থিতি দেখে হতবাক বিশ্ববাসী।
বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন। দেশের শোবিজ তারকারাও এ বিষয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় তারা মানবতাবিরোধী এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছেন।
ঢালিউড অভিনেতা ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চাওয়া প্রকাশ করেছেন। ওমর সানী তার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, “হে আল্লাহ, আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।”
চিত্রনায়ক ইমন লিখেছেন, “গাজা আজই শেষ হয়ে যাবে না। যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন গাজা এবং ফিলিস্তিনও থাকবে। কারণ এটি আল্লাহ্র কোরআনিক ওয়াদা এবং রাসূলের (স.) ভাষায় ঘোষণা। কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন।”
তা ছাড়াও দেশের শীর্ষ তারকারা নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
ঢাকা/রাহাত/শান্ত