ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

কৃষ ফোর: হৃতিকের সঙ্গী প্রীতি, প্রিয়াঙ্কা, নোরা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১২:১২, ৯ এপ্রিল ২০২৫
কৃষ ফোর: হৃতিকের সঙ্গী প্রীতি, প্রিয়াঙ্কা, নোরা?

ছবির কোলাজ

সব জটিলতা কাটিয়ে ‘কৃষ ফোর’ সিনেমা নির্মিত হতে যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করবেন হৃতিক রোশান। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটবে তার। কিছু দিন আগে এসব তথ্য জানান এই সুপারহিরো সিনেমার পরিচালক রাকেশ রোশান। 

সিনেমাটির গল্প, পাত্র-পাত্রী নিয়ে তখন কিছু জানাননি হৃতিকের বাবা রাকেশ রোশান। এবার এ নিয়ে নতুন তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেন, “অতীত, ভবিষ্যতের বিভিন্ন সময়সীমার মধ্য দিয়ে ‘কৃষ’ সিনেমার গল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন। পারিবারিক আবেগ, সম্পর্কের উপরে নির্ভর করে ভিএফএক্সের উপরে জোর দেওয়া হবে।” 

এই সুপারহিরো সিনেমার বিভিন্ন চরিত্র রূপায়নকারীদের বিষয়ে সূত্রটি বলেন, “আশা করা হচ্ছে, ‘কৃষ ফোর’ সিনেমায় যুক্ত হবেন প্রীতি জিনতা। তা ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয়, রেখা পুনরায় সিনেমাটির নতুন কিস্তিতে অভিনয় করবেন। এই ফ্র্যাঞ্চাইজিতে নোরা ফাতেহির যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তাকে চিরাচরিত লুকে দেখা যাবে না।”

আরো পড়ুন:

সম্ভবত তিনটি চরিত্রে অভিনয় করবেন হৃতিক রোশান। এগুলো হলো— রোহিত, কৃষ এবং প্রধান খলনায়ক। এ তথ্যের সত্যতা জানতে ‘কৃষ ফোর’ সিনেমার টিমের একজনের সঙ্গে যোগাযোগ করলে তা উড়িয়ে দেন। 

হৃতিক রোশান ‘ওয়ার টু’ সিনেমার শুটিং করছেন। সিনেমাটির কাজ শেষ হলেই ‘কৃষ ফোর’ সিনেমা নিয়ে শুটিংয়ের মাঠে নামবেন বলিউডের এই ‘গ্রীক গড’। এটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।  

২০০৩ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘কই মিল গ্যায়া’। এরপর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃষ’। এতে দর্শকের সামনে সুপারহিরো হিসেবে হৃতিককে হাজির করেন রাকেশ। সিনেমাটির সাফল্যের পর ২০১৩ সালে ‘কৃষ-থ্রি’ নির্মাণ করেন তিনি। এটিও দর্শকের মাঝে ভালো সাড়া ফেলে।

‘কৃষ-থ্রি’ সিনেমায় হৃতিক ছাড়াও অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানৌত প্রমুখ।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়