ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

ভিউয়ের দৌড়ে ‘বড় ছেলে’ অপূর্বকে ছাড়িয়ে নিলয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ৯ এপ্রিল ২০২৫  
ভিউয়ের দৌড়ে ‘বড় ছেলে’ অপূর্বকে ছাড়িয়ে নিলয়

‘বড় ছেলে’ টেলিফিল্মের দৃশ্যে অপূর্ব, ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের দৃশ্যে নিলয়-হিমি

মিজানুর রহমান আরিয়ান নির্মিত আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’। ৫৩ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের এই টেলিফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেন— জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

২০১৭ সালের ৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় ‘বড় ছেলে’। এ জুটির রসায়ন ভীষণভাবে মুগ্ধ করে দর্শকদের। বাংলা নাটকের ইতিহাসে ইউটিউবে দ্রুততম ভিউয়ের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছিল এটি। গত ৭ বছর ৭ মাসে (২ হাজার ৭৭৩ দিন) টেলিফিল্মটির মোট ভিউ হয়েছে ৫ কোটি ৪১ লাখ ৯৬ হাজারের বেশি।

আলোচিত টেলিফিল্ম ‘বড় ছেলে’-এর ভিউয়ের রেকর্ড ভাঙল একক নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মহিন খান নির্মিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। গত বছরের ৯ এপ্রিল ইউটিউবে মুক্তি পায় নাটকটি। তারপর থেকে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে এটি। এক বছরে (৩৬৫ দিন) নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৬৬ হাজারের বেশি। ৩ লাখ ৭০ হাজার ভিউ বেশি নিয়ে বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে অবস্থান করছে।

আরো পড়ুন:

‘শ্বশরবাড়িতে ঈদ’ নাটক শীর্ষে অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। নিলয়-অপূর্ব ভক্তরা দুই শিবিরে বিভক্ত হয়েছেন। “অপূর্বকে টপকে গেলেন নিলয়”, ‘অপূর্বর চেয়ে সেরা নিলয়”— এমন নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। ভক্তদের অনেকে যার যার প্রিয় অভিনেতাকে এগিয়ে রাখার প্রতিযোগিতাও করছেন। তবে এমন আচরণ পছন্দ নয় নিলয়ের।

বিনয়ের স্বরে নিলয় আলমগীর বলেন, “আমার নাটক এত মানুষ দেখেছেন, সেটা খুশির ব্যাপার। অপূর্ব ভাইয়ের “বড় ছেলে’ নাটকটা অনেক সুন্দর। আমি অপূর্ব ভাইয়ের বড় একজন ভক্ত। আমার মনে হয়, অপূর্ব ভাইয়ের নাটকটাই আমার নাটকের চেয়ে সুন্দর এবং ভালো। তা ছাড়া অপূর্ব ভাইয়ের সঙ্গে আমার তুলনা করা উচিত না।”

অপূর্বর সঙ্গে নিলয়ের তুলনার অনুশীলনটা ভালো নয় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি বলেন, “একটি কাজের পেছনে অনেক কষ্ট থাকে। দর্শক সেটা পছন্দ করলে সার্থক মনে হয়। তবে একটি বিষয় খারাপ লাগছে, সেটা হচ্ছে তুলনা। অনেকেই লিখছেন, ‘নাটকটি দিয়ে এ ওকে হারিয়ে দিল।’ আমার কাছে তুলনা করাটা ভালো লাগে না। আমরা দীর্ঘদিন ধরেই শীর্ষ ভিউয়ে ২ নম্বরে ছিলাম, এখন শীর্ষে, এই যা! বাংলা নাটকের শীর্ষ ভিউয়ে রয়েছে এটাই বলা প্রাসঙ্গিক। ১ নম্বরে আছি, এটা বলাটাও আমার পছন্দ নয়। কারণ অনেক নাটক রয়েছে, যেগুলোর ভিউ এখন কম হলেও দর্শকপ্রিয়। যা-ই হোক, এটা আমাকে ভালো কাজে অনুপ্রেরণা দেবে।”

ভিউয়ের দিক থেকে শীর্ষে অবস্থান করায় ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের পরিচালক মহিন খান দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ নির্মাতা বলেন, “নাটকটি প্রচারের পর থেকেই দীর্ঘ সময় ট্রেন্ডিংয়ে ছিল। কিন্তু এটা যে কখনো ভিউয়ের দিক থেকে শীর্ষ বাংলা নাটকের একটা হবে, এটা কল্পনাই করিনি। অল্প সময়ে এত দর্শক নাটকটি দেখায় তাদের কাছে কৃতজ্ঞত। অন্যদিকে ‘বড় ছেলে’ দীর্ঘ সময় ধরে সবচেয়ে বেশি দেখা বাংলা নাটকের তালিকায় ছিল। এটাও আমার পছন্দের একটি নাটক।”

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়