ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

৩ দিনে অজিতের সিনেমার আয় ১৫৮ কোটি টাকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:২৩, ১৩ এপ্রিল ২০২৫
৩ দিনে অজিতের সিনেমার আয় ১৫৮ কোটি টাকা

‘গুড ব্যাড আগলি’ সিনেমার দৃশ্য

তামিল সিনেমার দাপুটে অভিনেতা অজিত কুমার। তাকে নিয়ে পরিচালক আধিক রবিচন্দ্রন নির্মাণ করেছেন ‘গুড ব্যাড আগলি’। অ্যাকশন কমেডি ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। গত ১০ এপ্রিল বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

চলতি বছরে ভারতের বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘গুড ব্যাড আগলি’ (৫১.৫ কোটি রুপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিল ভাষার সিনেমা ‘বিদামুয়াচি’ (৪৮ কোটি রুপে)। এরপর কেটে গেছে দুই দিন। এখন বক্স অফিসে কতটা দাপট দেখাচ্ছে অজিতের সিনেমাটি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘গুড ব্যাড আগলি’ সিনেমা মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ২৮.১৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ১৪.১ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ১৮.৬৫ কোটি রুপি (নিট)। যার মোট আয় দাঁড়িয়েছে ৬০.৯ কোটি রুপি (নিট)। ভারতে এখন পর্যন্ত আয় করেছে ৭৫.৩৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৩৭.৭৫ কোটি রুপি (গ্রস)। ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট দাঁড়িয়েছে ১১২.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫৮ কোটি ৭৭ লাখ টাকার বেশি)।

আরো পড়ুন:

তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অর্জুন দাস, প্রভু, সুনীল, জ্যাকি শ্রফ, যোগী বাবু, প্রিয়া প্রকাশ প্রমুখ। মিথরি মুভিজ মেকারের ব্যানারে নির্মিত হয়েছে ‘গুড ব্যাড আগলি’। এতে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ