তারাদের ভার্চুয়াল কলমে বৈশাখের শুভেচ্ছা

ছবির কোলাজ
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করছেন বাঙালিরা। অতীত ভুলে নতুনের আবাহনে মেতে উঠেছেন। ফলে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শোবিজ অঙ্গনের তারকারাও দিনটি নিজেদের মতো করে উদযাপন করছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তারা।
অভিনেত্রী জয়া আহসান বেশ কটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ পরেছেন। চুলে গোঁজা রক্তজবা। হাতে লাল-সবুজ রঙের চুড়ি। হাতে হাতপাখা। মুখে লেগে আছে হাসি। এসব ছবির ক্যাপশনে জয়া আহসান লেখেন, “শুভ নববর্ষ ১৪৩২।”
গত বছর পুত্র পূণ্যকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেন পরীমণি। তার বেশ কিছু মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছিলেন। সেই পুরোনো পোস্ট শেয়ার করে পরীমণি লেখেন, “কারো জীবনের আনন্দের কারণ না হও। কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে—।” অন্য একটি পোস্টে এ অভিনেত্রী লেখেন, “শুভ নববর্ষ ১৪৩২।”
পহেলা বৈশাখের প্রথমার্ধে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন রাফিয়াথ রশীদ মিথিলা। এ অভিনেত্রী লেখেন, “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ...এসো…এসো। শুভ নববর্ষ ১৪৩২।”
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বেশ কটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন। শাড়িতে স্নিগ্ধ মেহজাবীনকে দেখা যায়। এসব ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “বৈশাখ।”
মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, “নতুন বছরের শুরু, নতুন আশার আলো। ব্যস্ত জীবনের ফাঁকে একটু থেমে নিজের শেকড়কে ছুঁয়ে দেখা, এটাই আমার নববর্ষ। শুভ নববর্ষ!”
ঢাকা/শান্ত