ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিব্রত ও ক্ষুব্ধ ববিতা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:১১, ২৩ এপ্রিল ২০২৫
বিব্রত ও ক্ষুব্ধ ববিতা

ববিতা

সত্তর ও আশির দশকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। অভিনয়গুণে দর্শক মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্রের সংকটময় এই দিনে দীর্ঘদিন ধরে ববিতাকে রুপালি পর্দায় দেখছেন না তার ভক্তকুল। চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানেও নেই নিযুত-কোটি দর্শকের এই প্রিয় মুখ।

এদিকে খবর রটেছে, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই নায়িকা। এমনকি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার নাম ও ছবি ব্যবহার করে পোস্ট করা হয়, যেখানে ববিতাকে হাতে ক্যানুলা লাগানো অবস্থায় দেখা যায় এবং বলা হয়, তিনি ঘরবন্দি ও অসুস্থ।

আরো পড়ুন:

এই ধরনের গুজবে ভীষণ ক্ষুব্ধ ও বিব্রত অভিনেত্রী ববিতা। সম্প্রতি ছেলের সঙ্গে কিছু সময় কানাডায় কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন। দেশে ফিরে এসব ভুয়া খবরে হতবাক। এ বিষয়ে ববিতা বলেন, “আমি একদম ঠিকঠাক আছি। ছেলের কাছ থেকে কয়েক মাস বেড়িয়ে এলাম। আপাতত দেশে আছি, নিজের মতো করে জীবনটা কাটছে।”

সবাইকে সতর্ক করে ববিতা বলেন, “আমাদের পরিবারের কেউই ফেসবুক ব্যবহার করি না। তাই এ ধরনের ফাঁদে কেউ পা দেবেন না। এমন আচরণ যারা করছেন, তাদের বিশ্বাস করবেন না।”

যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন, তারা ভবিষ্যতে রাষ্ট্র বা সমাজবিরোধী তথ্য ছড়াতেও পিছপা হবেন না বলেও মনে করেন ববিতা।

কিংবদন্তি অভিনেত্রী ববিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুত্র এখন পয়সাওয়ালা’। ২০১৫ সালে মুক্তি পায় এটি। তারপর আর কোনো নতুন প্রজেক্টে তাকে দেখা যায়নি। তবে তার জনপ্রিয়তা এবং চলচ্চিত্রে অবদানের কথা আজও শ্রদ্ধাভরে স্মরণ করেন কোটি দর্শক।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়