ভেঙে যাচ্ছে তারকা দম্পতির ১৪ বছরের সংসার?
ভারতীয় তারকা দম্পতি মাহি ভিজ ও জয় ভানুশালি। এর আগেও তাদের সংসার ভাঙার গুঞ্জন উঠেছিল। ফের একই গুঞ্জনে, খবরের শিরোনাম হয়েছেন এই যুগল।
একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, “অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু কিছুই বদলায়নি। অনেক আগে তারা আলাদা হয়েছেন। কয়েক মাস আগে ডিভোর্সের আবেদন করেন। গত জুলাই-আগস্ট মাসে কাগজপত্রে স্বাক্ষর ও প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সন্তানদের হেফাজতের বিষয়টিও ঠিক হয়ে গেছে।”
জয়ের প্রতি মাহির গভীর অবিশ্বাস থেকে সম্পর্কের অবনতি শুরু হয়। এ তথ্য স্মরণ করে সূত্রটি বলেন, “যে দম্পতিকে আগে একসঙ্গে ভ্লগ করতে দেখা যেত, তারা এখন আর একসঙ্গে ছবিও পোস্ট করেন না। তাদের শেষ যৌথ পারিবারিক পোস্টটি ছিল ২০২৪ সালের, জুন মাসে।”
গত জুলাই মাসে সংসার ভাঙার গুঞ্জনে প্রশ্নের মুখে পড়েছিলেন মাহি। জবাবে এ অভিনেত্রী বলেছিলেন, “আমি কেন বলব? আপনি কি আমার কাকা লাগেন?” এবার ১৪ বছরের সংসার ভাঙার গুঞ্জনে সোশ্যাল মিডিয়া সয়লাব হলেও টুঁ-শব্দ করেননি এই দম্পতি।
মাহি ভিজ
২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি ভিজ ও জয় ভানুশালি। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এ দম্পতির ‘তারা’ নামে একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন এই দম্পতি।
ঢাকা/শান্ত