ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রুনা লায়লাকে নিয়ে ‘মায়ার সিংহাসন’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২ নভেম্বর ২০২৫  
রুনা লায়লাকে নিয়ে ‘মায়ার সিংহাসন’

রুনা লায়লা

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে কেন্দ্র করে প্রকাশিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী উপন্যাস ‘মায়ার সিংহাসন’। কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির রচিত এই অনন্য গ্রন্থটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশনী।

প্রকাশনা সংস্থার সূত্রে জানা গেছে, আগামী ১৭ নভেম্বর পাঠকদের হাতে পৌঁছাবে বইটি। এতে শুধু রুনা লায়লার সংগীতজীবনের ইতিহাস নয়, উঠে এসেছে এক শিল্পীর আত্মঅন্বেষণ, সময়ের রূপান্তর, সুরের গভীরতা ও এক নারীর শিল্পযাত্রার অনন্ত আবেগ। 

আরো পড়ুন:

লেখক আবদুল্লাহ আল মুক্তাদির বলেন, “রুনা লায়লার কণ্ঠে যখনই গান শুনেছি, মনে হয়েছে সময় থেমে গেছে— চারপাশে শুধু সুর, মায়া আর স্মৃতির তরঙ্গ। সেই অনুভব থেকেই জন্ম নিয়েছে ‘মায়ার সিংহাসন’। এটি কেবল জীবনী নয়, বরং এক ‘গীতি-উপন্যাস’, যেখানে সুর, শব্দ ও মানবমনের অন্তর্লোক মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত সুরভ্রমণ।” 

উপন্যাসে লেখক শব্দ দিয়ে ছুঁয়ে দেখেছেন সুরের অমোঘ রহস্য, তুলে ধরেছেন রুনা লায়লার গানে লুকিয়ে থাকা প্রেম, একাকিত্ব, আকাশছোঁয়া সাফল্য ও সময়ের আবেশময় রং। 

চন্দ্রবিন্দু প্রকাশনের কর্ণধার জানান, “মায়ার সিংহাসন’ বাংলা সাহিত্যে এক নতুন ধারা যোগ করবে। এটি এমন এক শিল্পিত উপন্যাস, যেখানে সংগীতই হয়ে উঠেছে মূল চরিত্র। বইটি রুনা লায়লার সংগীতজীবনের প্রতি শ্রদ্ধা নিবেদনই নয়, বরং তার সুরের মায়াজালকে সাহিত্যের পরতে পরতে ধারণ করেছে।” 

এদিকে, বাংলা সংগীতজগতের এই প্রথিতযশা শিল্পী রুনা লায়লা গত বছর পূর্ণ করেছেন দীর্ঘ ৬০ বছরের সংগীতযাত্রা। এ উপলক্ষে সম্প্রতি বেসরকারি টেলিভিশন মাছরাঙা টিভিতে প্রচার হয় বিশেষ পর্ব। অনুষ্ঠানে রুনা লায়লা শেয়ার করেন তার জীবনের নানা গল্প, অভিজ্ঞতা ও স্মৃতি। ভারত ও পাকিস্তানের প্রখ্যাত শিল্পী–সুরকাররাও তুলে ধরেন তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। পাশাপাশি দর্শক দেখতে পান তার ব্যক্তিগত অ্যালবামের কিছু দুর্লভ ছবি, প্রিয় গান ও সহশিল্পীদের স্মৃতিচারণ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়