প্রথমবার আবুল হায়াত ও তার স্ত্রী
পাভেল রহমান || রাইজিংবিডি.কম
আবুল হায়াত ও তার স্ত্রী
বিনোদন ডেস্ক : আবুল হায়াতের পরিচয় তিনি একাধারে অভিনেতা, নাট্যকার, নাট্যপরিচালক এবং প্রকৌশলী। তাঁর জীবনে যা কিছু অর্জন তার পেছনের প্রেরণা ছিলেন স্ত্রী শিরিন হায়াত।
১৯৭০ সালে নিজের পছন্দেই বিয়ে করেন শিরিনকে। মেধা, শ্রম আর দক্ষতায় দেশের নাটক ও চলচ্চিত্রে আবুল হায়াত নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। তার পথ ধরে এগিয়ে গেছেন দুই কন্যা বিপাশা ও নাতাশা।
বাবার মতো তারাও অগণিত দর্শকের প্রিয়মুখ। নিজে প্রতিনিয়ত ক্যামেরার সামনে আসলেও স্ত্রী শিরিনকে নিয়ে একসঙ্গে কখনো কোনো টিভি অনুষ্ঠানে আসেননি আবুল হায়াত।
ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা। অভিনেত্রী তানিয়া আহমেদের উপস্থাপনায় ‘ভালোবাসা কারে কয়’ নামের এ অনুষ্ঠানে দাম্পত্য জীবনের নানা বিষয়ে কথা বলবেন তারা। সঙ্গে থাকবে তাদের সম্পর্কে দুই কন্যা বিপাশা ও নাতাশা, জামাতা তৌকির আহমেদ।
এছাড়াও অভিনেতা আতাউর রহমান ও শর্মিলী আহমেদের মন্তব্য থাকছে অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। ঈদের দ্বিতীয় দিন বিকাল ৪ টা ৪৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
রাইজিংবিডি/ ঢাকা/ ১ অক্টোবর ২০১৪/ পাভেল
রাইজিংবিডি.কম