ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মুক্তির আগেই আলোচনায় ‘প্রেম করব তোমার সাথে’ (ভিডিও)

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১৩ নভেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তির আগেই আলোচনায় ‘প্রেম করব তোমার সাথে’ (ভিডিও)

জায়েদ খান ও মম

রাহাত সাইফুল : রাকিবুল আলম রকিব পরিচালিত ‘প্রেম করবো তোমার সাথে’ সিনেমাটি মুক্তির আগেই সাড়া ফেলেছে। এরই মধ্যে সিনেমাটির গান ইউটিউবে প্রকাশ করে দর্শক প্রিয়তা পেয়েছে। তাছাড়া সিনেমাটি নিয়ে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জোর প্রচারণাও শুরু করেছে। চলতি বছরের ৫ ডিসেম্বর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
 
এ বিষয়ে নির্মাতা রাকিবুল আলম রকিব রাইজিংবডিকে জানান, ‘এরই মধ্যে ঢাকায় স্বনামধন্য প্রেক্ষাগৃহসহ দেশের বিভিন্ন স্থানের হলগুলোতে বুকিং নিশ্চিত করেছি। আমাদের টার্গেট ১০০ হল। আমাদের প্রত্যাশা দর্শক সিনেমাটি দেখুক। এখন হল বুকিং নিশ্চিত করার পাশাপাশি প্রচারনার কাজও এগিয়ে চলছে। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে ঢাকার বিভিন্ন স্থানে বিলর্বোড লাগানো হয়েছে।’
 
ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেম করবো তোমার সাথে’ সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান, জাকিয়া বারী মম ও আনিসুর রহমান মিলন। এ ছাড়া অভিনয় করেন মিশা সওদাগরসহ আরো অনেকে।

এ চলচ্চিত্রের গল্পে জায়েদ খান একজন কলেজ ছাত্র। মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। আর মম শহরের নামীদামি ব্যবসায়ী ও আন্ডার ওয়ার্ল্ডের ডন মিশা সওদাগরের ভাগনী। একটা সময় জায়েদ-মমর প্রেমে পড়ে যায়। এদিকে আনিসুর রহমান মিলন একজন ত্যাগী পুলিশ অফিসার। তিনিও মমকে ভালোবেসে ফেলেন। এ নিয়ে শুরু হয় নানা ঘটনা।


এ প্রসঙ্গে জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘চলচ্চিত্রটির মধ্যে যেমন রয়েছে অ্যাকশন, তেমনি রয়েছে রোমান্টিক চিত্র। সিনেমাটিতে অনেক শ্রম দিয়েছি। সব মিলিয়ে আশা করছি, ছবিটি মুক্তির পর সকলেই হলে গিয়ে সিনোমটি দেখবেন। ছবিটি সবার ভালো লাগবে।’

শাহিন কবির প্রযোজিত এবং সিলভার স্ক্রিন প্রডাকশনের পরিবেশনায় এ সিনেমায় গান রয়েছে মোট ছয়টি। গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মনির খান, রুপম, আরফিন রুমি, রাজীব, কিশোর, নাওমি, টিনা ও মুন। গান লিখেছেন কবির বকুল, আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ অনেকে। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, আরফিন রুমি ও তানভীর তারেক।  ‪

 

দেখুন : প্রেম করবো তোমার সাথে সিনেমার গান


রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৪/রাহাত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়