চলে গেলেন নির্মাতা এনায়েত করিম
আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম
এনায়েত করিম
বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন এ নির্মাতা। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির প্রাক্তন সহকারী সাধারণ সম্পাদক, সেন্সর বোর্ডের প্রাক্তন সদস্য ছিলেন।
আজ দুপুর ১২টায় এনায়েত করিমের মরদেহ এফডিসিতে আনা হবে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাসাবোর নিজ বাসায় দ্বিতীয় জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে বরিশালের বানারীপাড়ার গ্রামের বাড়িতে। সেখানেই তাকে সমাহিত করা হবে।
এনায়েত করিম পরিচালিত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হলো : নারী আন্দোলন, প্রেমযুদ্ধ, রুটি, ক্ষুধার জ্বালা, কালো চশমা, লাল চোখ, দেশের মাটি, কদম আলী মাস্তান প্রভৃতি।
৩০ নভেম্বর, রোববার রাতে নিজ বাসায় স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
রাইজিংবিডি/ঢাকা/৩ ডিসেম্বর ২০১৪/শান্ত/রাশেদ শাওন/এএ
রাইজিংবিডি.কম