ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

অভিনেতা অরুণ মুখোপাধ্যায় আর নেই

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২২ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অভিনেতা অরুণ মুখোপাধ্যায় আর নেই

অরুণ মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক : পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন অভিনেতা অরুণ মুখোপাধ্যায়। গতকাল ২১ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।


সত্যজিৎ রায়ের  কাঞ্চনজঙ্ঘা থেকে একদিন প্রতিদিন, সবুজ দ্বীপের রাজা, মনসুর মিঞার ঘোড়ার মতো বেশ কিছু সিনেমাতে কাজ করেছেন তিনি।  মৃত্যুকালে কালজয়ী এ অভিনেতার বয়স হয়েছিল ৮২ বছর। একজন অভিনেতা হিসেবে ভারতীয় বাংলা চলচ্চিত্রে বিশেষ স্থান ছিল তার। গতকাল রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অরুণ মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া।




রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৪/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়