রিকশা চালালেন জয়ন্ত চট্টোপাধ্যায়
মোখলেছুর রহমান || রাইজিংবিডি.কম
ফাঁদ নাটকে রিকশাচালকের ভূমিকায় জয়ন্ত চট্টোপাধ্যায়
মোখলেছুর রহমান : বৈশাখী টেলিভিশনে শুক্রবারের বিশেষ নাটক ফাঁদ। এই নাটকে জয়ন্ত চট্টোপাধ্যায়কে প্রথমবারের মতো দেখা যাবে রিকশাচালক চরিত্রে।
সেজুল হোসেনের রচনা ও পরিচালনায় অভাবগ্রস্ত একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত এ নাটকের নাম ফাঁদ। আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে এ নাটক।
এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, তারেক মাহমুদ, নাফিসা চৌধুরী নাফা, তুষার মাহমুদ, সিনথিয়া, পল্লব, কেয়া, অন্ধ বাউল গোলাপ প্রমুখ। স্বপ্নসিঁড়ির পরিবেশনা ও সজীব রঞ্জন দাশের প্রযোজনায় নাটকটির সম্পূর্ণভাবে চিত্রায়ণ হয়েছে হাওরের জেলা সুনামগঞ্জে।
পরিচালক সেজুল হোসেন জানান, জীবনের ফাঁদ, অভাবের ফাঁদ আর বর্তমান রাজনৈতিক সমাজ-বাস্তবতার উপহাস নিয়েই নির্মিত হয়েছে নীরিক্ষাধর্মী এ নাটক। এ ছাড়াও স্বপ্নসিঁড়ির ব্যানারে ব্যতিক্রমী কিছু গল্প নিয়ে বেশ কিছু নাটকের কাজ চলছে বলে তিনি জানান।
রাইজিংবিডি/ঢাকা/২৬ ডিসেম্বর ২০১৪/ফিরোজ/মারুফ/কমল কর্মকার
রাইজিংবিডি.কম