ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

প্রত্যাশা পূরণ করবেন সাইমন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ৩১ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রত্যাশা পূরণ করবেন সাইমন

সাইমন সাদিক

রাহাত সাইফুল: ঢাকাই চলচ্চিত্রে তারকাদের ২০১৪ সালটি কেমন কেটেছে এবং ২০১৫ সালটিতে তাদের প্রত্যাশা কি বিষয়টি জানার কৌতুহল সবার। ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের আলোচিত চিত্রনায়ক সাইমন সাদিক। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন।

২০১৪ সালে চিত্রনায়ক সাইমন অভিনীত মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলোতে বেশ প্রশংসাও কুড়িয়েছেন। তোমার কাছে ঋণীতুই শুধু আমার, স্বপ্ন ছোঁয়া, ২০১৪ সালে সাইমনের অভিনয় দর্শকদের কতটুকু আনন্দ দিতে পেরেছে তা দর্শকরাই ভালো বলতে পারবেন। তবে অভিনেতা সাইমন নতুন বছরে দর্শকদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারবেন এমন প্রত্যাশা সবার। রাইজিংবিডির পক্ষ থেকে তাকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনিও রাইজিংবিডিকে শুভেচ্ছা জানান।

সাইমন রাইজিংবিডিকে বলেন, ‘যায়দিন সবসময় ভালো যায় এটা আমি বিশ্বাস করি। আমার ২০১৪ সাল ভালোই গেছে। আমার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। তিনটি সিনেমাই দর্শক আমাকে ভালোভাবেই নিয়েছে। ২০১৪ সালে দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। আশা করছি ২০১৫ সালটা আরও বেশি ভালো যাবে। দর্শকদের আরো ভালো কিছু উপহার দিতে পারব। বেশকিছু সিনেমার কাজ শেষ করে মুক্তির অপেক্ষায় আছে। আশা করছি সিনেমাগুলো ২০১৫ সালে মুক্তি পাবে যা দর্শকদের ভালো লাগবে।

রাইজিংবিডি পরিবারকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। রাইজিংবিডি সবসময় আমার পাশে থেকেছে। বাংলাদেশ চলচ্চিত্রের পাশে থেকেছে। আশা করছি আগামী দিনেও রাইজিংবিডি পাশে থাকবেন।




রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর২০১৪/রাহাত/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়