ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

অপর্ণা-মিজানের ‘সৎ অসৎ’

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ১৪ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপর্ণা-মিজানের ‘সৎ অসৎ’

সৎ অসৎ টেলিফিল্মের দৃশ্য

বিনোদন প্রতিবেদক : রহমান পেশায় একজন ড্রাইভার। হঠাৎ বাবার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে মালিকের কাছে আর্থিক সাহায্য চায় সে। মালিক তাকে কিছু টাকা দেয় কিন্তু পর্যাপ্ত না হওয়ায় চিন্তায় পড়ে যায় রহমান। একদিন মালিক মোটা অংকের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য রহমানকে দেয়।

রহমান টাকাটা ব্যাংকে জমা না দিয়ে বাবার চিকিৎসার জন্য রেখে দেয়। এরপর অপরাধবোধে ভুগতে থাকে সে। টাকাগুলো তার কাছে যন্ত্রনার মতো মনে হয়। কথাটা মালিককেও খুলে বলতে সাহস পায় না রহমান। এমন গল্প নিয়ে এগিয়ে গেছে টেলিফিল্ম সৎ অসৎ

তুহিন রাসেলের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এতে অভিনয় করেছেন- অপর্ণা, মাজনুন মিজান, আবুল হায়াত প্রমুখ। ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

 




রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৫/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়