ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

গান শুনাতে আসছেন আলম আরা মিনু

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গান শুনাতে আসছেন আলম আরা মিনু

সংগীতশিল্পী আলম আরা মিনু

বিনোদন প্রতিবেদক : ‘এই মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’- এ জনপ্রিয় গানটি শুনলে-ই চোখের সামনে ভেসে উঠেন জনপ্রিয় সংগীতশিল্পী আলম আরা মিনু। এরপর প্লেব্যাক, অ্যালবাম আরও একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এবার শ্রোতাদের সরাসরি গান শুনাতে ‘আমার গান’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন এ জনপ্রিয় কণ্ঠশিল্পী।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় উপস্থাপিকা ফৌজিয়া এরিনা। এরিনা রাইজিংবিডিকে বলেন, ‘অনেকদিন পর আবার লাইভ অনুষ্ঠান করছি। তাও একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর সঙ্গে। সব মিলিয়ে ভালো লাগছে।

১৯ ফেব্রয়ারি, বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে এ অনুষ্ঠানটি মাই টিভি সরাসরি সম্প্রচার করবে।

গুণী এ কণ্ঠশিল্পী গেল বছরের মাঝামাঝি সময়ে সর্বশেষ ‘বন্ধু হয়ে যাবো’ শিরোনামে নতুন একক প্রকাশ করেন। অ্যালবামের গানগুলোর সুর ও সংগীতায়োজন করেন- নাজির মাহমুদ, বেলাল খান, সুমন কল্যাণ ও মনোয়ার হোসেন টুটুল। গানগুলো শ্রোতা মহলে বেশ প্রশংসিত হয়েছে।

বর্তমানে একটি দেশের গানের অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই গানগুলো অনেক আগে থেকেই নির্বাচন করে রেখেছিলেন। গত বছরের ডিসেম্বরে এ অ্যালবামটি প্রকাশ করতে চাইলেও বিভিন্ন কারণে সেটি আর হয়নি। চলতি বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে মার্চ মাসে এ অ্যালবামটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন আলম আরা মিনু।


 


রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৫/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়