শিল্পকলা একাডেমীতে ‘ম্যানিফেস্টো অব সিনেমা’র উদ্বোধনী প্রদর্শনী
মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম
ম্যানিফেস্টো অব সিনেমা প্রদর্শনীর পোস্টার
বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩’ এবং ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪’ এর শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হবে আগামীকাল ৬ মার্চ।
সনদ বিতরণ অনুষ্ঠান শেষে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬:৩০টায় অনুষ্ঠিত হবে ২০১৩ সালের ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’র শিক্ষার্থীদের বাংলাদেশের চলচ্চিত্রের পোস্টারের ইতিবৃত্ত নিয়ে নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘ম্যানিফেস্টো অব সিনেমা’র উদ্বোধনী প্রদর্শনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকি এবং অগ্রজ চলচ্চিত্রগ্রাহক ও আলোকচিত্রশিল্পী আনোয়ার হোসেন। এ ছাড়াও উপস্থিত থাকবেন প্রামাণ্যচলচ্চিত্র নির্মাতা এবং গণমাধ্যম বিশেষজ্ঞ সৈয়দ সাজেদুর রহমান ফিরোজ এবং চলচ্চিত্র গবেষক অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।
সনদপত্র বিতরণ এবং প্রামাণ্যচলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।
রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৫/ফিরোজ
রাইজিংবিডি.কম