‘ই-কমার্সে জেলা পণ্যকে তুলে ধরা’র লাইভ আজ রাতে
উদ্যোক্তা/ ই-কমার্স ডেস্ক || রাইজিংবিডি.কম
বাংলাদেশে ই-কমার্সের প্রসার গত চার বছরে বহুগুণ বেড়েছে। করোনাকালীনে নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী, গৃহিণী-চাকরিজীবী নির্বিশেষে অনেকেই যুক্ত হচ্ছেন অনলাইন ব্যবসায়। মূলত বিভিন্ন জেলার উদ্যোক্তাদের মাধ্যমেই ই-কমার্সে উঠে আসছে দেশীয় পণ্যের সম্ভাবনা।
দেশের আনাচে-কানাচে বিলুপ্তপ্রায় দেশীয় পণ্যেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে ই-কমার্সে। উদ্যোক্তাদের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা ওয়েবসাইটে বিভিন্ন জেলার পণ্য নিয়ে কন্টেন্ট লেখার মাধ্যমেই এ নিয়ে বিস্তারিত জানা সম্ভব।
‘ই-কমার্সে জেলা পণ্যকে তুলে ধরা’র লাইভ প্রচার হবে আজ রাতে। ই-কমার্সে জেলা পণ্যকে তুলে ধরার ভূমিকা নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। আলোচনায় অংশগ্রহণ করছেন টাঙ্গাইল ও দিনাজপুর জেলা থেকে ই-কমার্স উদ্যোক্তা রোখসানা আক্তার পপি (স্বত্ত্বাধিকারী, ইপ্পি শপিং) ও খুরশিদা ইসলাম রুকু (স্বত্ত্বাধিকারী, ঘরকুনো সিনজিনি) ।
রাইজিংবিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভটি সম্প্রচারিত হবে আজ শনিবার (২৬ জুন, ২০২১) রাত ১০টায়। অনুষ্ঠানটির সঞ্চালনায় আছেন রাইজিংবিডির উদ্যোক্তা/ই-কমার্স পাতার কো-অর্ডিনেটর মিফতাউল জান্নাতী সিনথিয়া।
ঢাকা/সিনথিয়া/টিপু